ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২০ ১:২২ অপরাহ্ণ
Indian female border guards keeps vigil as a farmer works in his field in Sonamura border in Tripura-Bangladesh border.

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার চোষপাড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে জয়নাল আবেদিন (৩৫) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর রাতে চোষপাড়া সীমান্তের এস ৩৭৯ নং পিলারের সন্নিকটে এ ঘটনা ঘটে বলে জানান বড়পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম।

নিহত জয়নাল আবেদিনের বাড়ী রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামের মফিজ উদ্দীনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিমের বরাতে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, জয়নাল বিয়ে করেছে ভারতের পানজিপাড়া গ্রামে। চোচপাড়া সীমান্ত দিয়ে অবৈধ পথে শ্বশুড়বাড়ীতে যাতায়াত করতো। বৃহস্পতিবার ভোরবেলা শ্বশুবাড়ী যাওয়ার সময় বিএসএফ’র সদস্য টের পেলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জয়নাল মারা গেলে তার লাশ তুলে নিয়ে যায় তারা।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল শহীদ জানান, সীমান্ত একজন বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এমন ঘটনা শুনেছি। আমরা এখনও নিশ্চিত না। খোঁজ খবর নেয়া হচ্ছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন