টিকার ২ ডোজ নেওয়ার পরও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ আক্রান্ত ৫

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৬ জুলাই, ২০২১ ৩:১৬ অপরাহ্ণ

করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার তিন মাস পরে করোনায় আক্রান্ত হলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য।

মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে এ তথ্য পাওয়া যায়। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে অসুস্থতা নিয়ে তিনি গত শনিবার (৩ জুলাই) করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। গত সোমবার রাতে তার করোনার রিপোর্ট পজিটিভ আসে।

 

তিনি ছাড়াও করোনার টিকা দ্বিতীয় ডোজ গ্রহণের পর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের নার্স মনিকা বিশ্বাস, তৃপ্তি বাগচী, সিমা বিশ্বাস ও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী নিপা গোলদার করোনায় আক্রান্ত হয়েছেন।

 

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাওন সিকদার টুটু বলেন, তিনি চলতি বছরের ৭ ফেব্রুয়ারি করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। ৭ এপ্রিল তিনি দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের তিন মাস পরে স্যার করোনায় আক্রান্ত হলেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসাধীন রয়েছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন