টাকা থাকলে ছাত্রলীগের পদ মিলে : রামগঞ্জের রুবেল

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২২ ১২:৫০ অপরাহ্ণ

মামুন আল রাশেদুল রুবেলের নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া ওই স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
প্রিয় রামগঞ্জবাসি,
আসসালামু আলাইকুম।
আমার বাবা আওয়ামিলীগ এর বড় নেতা নয়, কোনো জনপ্রতিনিধি নয়,কোনো ঠিকাদার ব্যবসায়ী নয় তিনি সরকারের একজন কর্মকর্তা ও দেশরত্ন শেখ হাসিনার একজন খাঁটি কর্মী।তিনি দেশ রত্ন শেখ হাসিনার কট্টর সমর্থক হওয়াতে বিএনপি’র জামাতের আমলে হামলা,অসংখ্য মামলা, নির্যাতন, চাঁদাবাজির শিকার হতে হয়েছে। এমনকি চাকরিরত অবস্থায় উনাকে অসংখ্যবার পানিশমেন্ট বদলি করা হয়েছে। এমনকি বাড়িতে থাকতে দেওয়া হয় নাই। ঠিক তখন থেকে আব্বুর হাতে ধরে মিছিল মিটিং মিটিংয়ে যাওয়া। ২০০৬ সালে লগি-বৈঠা হাতে নিয়ে আমার যাত্রা শুরু হয়। তারপর আবেগ ও ভালোবাসার প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ তথা মডেল কলেজ ছাত্রলীগের নিয়ে কাজ শুরু করি। তখনকার রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সৈকত মাহমুদ সামসু ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক সুমন ভূঁইয়া ভাই ও বর্তমান স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহেল রানা ভাই রামগঞ্জ শপিং কমপ্লেক্স তৃতীয় তলা রামগঞ্জ মডেল কলেজ ছাত্রলীগের সম্মেলন করেন।প্রতিষ্ঠাকালীন রামগঞ্জ মডেল কলেজ ছাত্রলীগ ও পরবর্তীতে রামগঞ্জ পৌর ছাত্রলীগ নিয়ে কাজ করছি।

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরেও রামগঞ্জ উপজেলা ছাত্রলীগ নিয়া নেতৃত্বে আসতে চেয়েছি।
কিন্তু রাজনীতি যখন মুক্তবাজার অর্থনীতি মত তখন শ্রম, ঘাম কিংবা ত্যাগ, কোয়ালিফিকেশন কিংবা ব্যাকগ্রাউন্ড বলতে কিছুই থাকেনা 🙂
হয়তো আমি অন্য কোন সংগঠনের বড় নেতা হতে পারবো কিন্তু ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক না হওয়ার একটা আক্ষেপ আমাদের এই ক্ষুদ্র জীবনে ক্ষত হিসেবে থাকবে 😰
বর্তমানে নেতা হতে হলে আপনার পরিবারের কেউ রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত থাকতে হবে কিংবা অনেক বড় ব্যবসায়ী হতে হবে হোক সে জামাত বিএনপি থেকে আসা!!

কষ্ট করে যখন একটা মানুষ কর্মী থেকে নেতা হওয়ার
নেতৃত্বের লড়াইয়ে তখন হৃদয়ের রক্তক্ষরণ হওয়ার মতো অনেক কথা থাকে রাজনীতি তে 😰

ভালো থাকুক
আমার শৈশবের উচ্ছ্বাস, কৈশোরের প্রেম,
আর যৌবনের ভালবাসা, আমার প্রথম প্রেম,
প্র‍থম নেশা, প্রথম শ্লোগান, প্রথম রাজপথ, প্রথম প্রতিবাদ, আমার ভালোবাসা ও আবেগের সংগঠন,
আমার আজীবন এর অহংকার,
বাংলাদেশ ছাত্রলীগ ❤️
যারা আমাকে সাপোর্ট করেছেন, সাহস যুগিয়েছেন, সহযোগিতা করেছেন তাদের কাছে আমি আজীবন ঋণী হয়ে থাকবো। আপনাদের জন্য আমি কিছু করতে পারিনি তাই ক্ষমা সুন্দর ভাবে দেখবেন। আপনারা আমার ভালবাসা, আপনারা আমার শক্তি আমার অনুপ্রেরণা ❤️
“জয় বাংলা
জয় বঙ্গবন্ধু ”

মতামতের জন্য সম্পাদক দায়ী নন