চাঁদ-ফজলে রাব্বি সাগর

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০১৮ ১১:৩৮ পূর্বাহ্ণ

বুঝলি মা!

চাঁদের বুঝি সরম কম।

অামার দিকে ফ্যালফ্যালিয়ে চায়।

অামি যেথা যাই ও সেথা যায়।

অামি দৌড়ালে ও দৌড়ায়।

জানিস মা !

চাঁদ না অামার থেকে দেখতে বাজে।

তাই তো খুব বেশি সাজে।

হ্যাঁ বাবা বুঝলাম।

এখণ একটু থাম।

বলা শুরু করলে ছাড়িস না অার দম।

এবার নে। অল্প একটু অাছে এক লোকমার ও কম।

অাচ্ছা মা !

লোকে অামায় কালো বলে কেনো ?

অামি কি দেখতে খারাপ?

অাচ্ছা ! কালো হওয়াই কি অামার পাপ ?

বলতো মা অন্ধকার সুন্দর না অালো ?

চাঁদ সুন্দর।কারন ওর চারিপাশ যে কালো।

কে বলেছে কালো ?

অামার ছেলে এ জগতে সবার থেকে ভালো।

সত্যি ? তুই অামার লক্ষ্মী মা।

তুই যে অামার সোনার টুকরা,

কলিজার ধনরে বাবা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন