চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের ৫২ শিক্ষার্থী করোনায় আক্রান্ত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২২ ৮:০৭ অপরাহ্ণ

চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটে অধ্যয়নরত ৫২ জন শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছেন। সংক্রমণের কারণে ইতোমধ্যে নার্সিং ইনস্টিটিউটের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের সিভিল সার্জন মোহাম্মদ শাহাদাত হোসাইন।

তিনি জানান, চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটে অধ্যয়নরত ১৯০ শিক্ষার্থীর মধ্যে ৫২ জন শিক্ষার্থী করোনা পজিটিভ। এ কারণে ইতোমধ্যে নার্সিং ইনস্টিটিউটের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আক্রান্ত শিক্ষার্থীদের আইসোলেশনে রাখা হয়েছে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এ কে এম মাহবুবুর রহমান জানান, গত তিন দিনে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে রোববার ৬ জন, সোমবার ১১ জন এবং মঙ্গলবার ৩৫ জন শনাক্ত হয়।

ইতোমধ্যে আক্রান্তদের আমরা আলাদাভাবে আইসোলেশনে রেখেছি। তাদের বাড়ি যেতে নিষেধ করা হয়েছে এবং নজরদারিতে রাখা হয়েছে। আজকে রিপোর্ট এখনো হাতে আসেনি। রাতে রিপোর্ট আসলে টোটাল সংখ্যা কত তা নিশ্চিত করে বলা যাবে।

চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের প্রধান সেলিনা আক্তার বলেন, করোনায় যারা আক্রান্ত হয়েছেন তারা সবাই মেয়ে। ১৯০ জন শিক্ষার্থী থেকে তাদের আলাদা করে একটি হলের দুটি ব্লকে আইসোলেশনের রাখা হয়েছে। প্রথমে ৬ জন, তার পরের দিন আরো ১১ এবং এবং বুধবার দুপুর ২টা পর্যন্ত আরো ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহাদাত হোসাইন বলেন, জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৪০৫ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২৪১ জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৪ হাজার ৯৮২ জনকে। এতে গড় আক্রান্তের হার ২৪.৭। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৮২ জন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন