চাঁদপুরে ভূমি ব্যবস্থাপনা নিয়ে কর্মশালা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০১৭ ৫:৩৬ অপরাহ্ণ

প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে চাঁদপুরে শুরু হয়েছে চার দিনব্যাপী কর্মশালা। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালা উদ্বোধন করেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান।

‘ভূমি ব্যবস্থাপনা ও সেবায় ইনফরমেশন টেকনোলজির প্রয়োগ’ শীর্ষক কর্মশালায় বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, কানুনগো এবং ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তারা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতাই যথেষ্ট। ‘

চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডলের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ভূমি সংস্কার বোর্ডের উপকমিশনার গোলাম মাওলা, উপসচিব মোহাম্মদ আব্দুল হাই, অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা আক্তার, মাইনুল ইসলাম এবং শওকত ওসমান। এতে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদ হোসেন।

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে চার দিনব্যাপী এ কর্মশালায় প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা নিয়ে কর্মকর্তাদের দক্ষতা অর্জনে প্রশিক্ষণ দেওয়া হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন