চররুহিতার কষ্টে থাকা মানুষদের খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন যুবলীগ নেতা লাভলু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২০ ৫:৪৪ অপরাহ্ণ

এম শাকের: করোনা ভাইরাস প্রতিরোধে শ্রমজীবি মানুষগুলো গৃহবন্দি হয়ে রয়েছে। এতে উপার্জন বন্ধ হয়ে সন্তানদের নিয়ে বেশ কষ্টে দিনযাপন করছেন তারা। এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন যুবলীগ নেতা আবদুল জব্বার লাভলু। শ্রমজীবিদের ঘরে ঘরে গিয়ে তিনি খাবার পৌঁছে দিচ্ছেন।

 

শুক্রবার (১০ এপ্রিল) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৩,৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের পাঁচ শতাধিক দিনমজুরের বাড়িতে গিয়ে তিনি খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। ওই এলাকার লোকজন ত্রাণ বঞ্চিত, অবহেলিত বলে জানা গেছে। এ পর্যন্ত ওই যুবলীগ নেতা দলমত নির্বিশেষে প্রায় দেড় হাজার শ্রমজীবির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

এছাড়াও ঘোষণা দিয়েছেন, যাদের ঘরে খাবার নেই, তারা যোগাযোগ করলে তিনি খাবার পৌঁছে দিবেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, কামরুল ভুইঞা, জহির মিঝি, জিয়া উদ্দিন মুজাহিদ, আবদুল্লাহ আল ফাহাদ, রিয়াদ হোসেন ও রাকিব হোসেন প্রমুখ।

জানা গেছে, কর্মহীন হয়ে পড়া মধ্যবিত্ত পরিবারগুলো খুব কষ্টে আছেন। তারা কারো কাছে খাবার চাইতে পারেন না। সেসব পরিবারসহ অসহায়দের মাঝে যুবলীগ নেতা লাভলু খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেন। এতে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী খোকন, লক্ষ্মীপুরে জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ্ উদ্দিন টিপু ও আমেরিকান প্রবাসী মনির আহমেদ সহযোগীতা করেছেন।

জানতে চাইলে আবদুল জব্বার লাভলু বলেন, সরকারি নির্দেশনায় গৃহবন্দি শ্রমজীবিদের উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় খাদ্য সংকটে দুঃশ্চিন্তায় রয়েছেন। চররুহিতা ইউনিয়নের সেসব শ্রমজীবিদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। করোনা সংকট নিরসন হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন