চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২০ ৯:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন ওই ব্যক্তিকে আইসোলেশন ইউনিটে চিকিৎসা রাখা হয়েছে।

শুক্রবার রাতে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রামে প্রথম একজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। তাকে চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।

তিনি জানান, ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে শুক্রবার ৩১ জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়। তাদের নমুনা পরীক্ষা-নিরীক্ষা শেষে একজনের রিপোর্ট পজিটিভ আসে। বাকিদের কারও শরীরের এ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন