চট্টগ্রামে আরো ২১৭ করোনা রোগী শনাক্ত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৩ জুন, ২০২০ ১১:৩৫ পূর্বাহ্ণ

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরো ২১৭ করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে গতকাল এক হাজারের বেশি নমুনা সংগ্রহ করা হলেও এইদিন পরীক্ষা করা হয়েছে ৯২৬টি। যা এই দিনের তুলনায় ১২৩টি কম। মঙ্গলবার (২৩ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

জানা যায়, চট্টগ্রামের সরকারি-বেসরকারি পাঁচটি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০২টি নমুনা পরীক্ষা করে ৪০ জন, বিআইটিআইডিতে ২৬৪টি নমুনা পরীক্ষা করে ৫৫ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ২৯০টি নমুনা পরীক্ষা করে ৭৬ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৫২টি নমুনা পরীক্ষা করে ২০ জন এবং ইম্পেরিয়াল হাসপাতালে ১১৮টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। তবে কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের পাঁচটি ল্যাবে নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ২১৭ জন। এদের মধ্যে ১৬৪ জন চট্টগ্রাম নগর এবং ৫৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের এবং সুস্থ হয়েছে ৯৫ জন।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন