চকবাজার অগ্নিকাণ্ড : ডিএনএ পরীক্ষার পর মরদেহ হস্তান্তর

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২২ ১১:২০ পূর্বাহ্ণ

পুরান ঢাকার চকবাজারে আগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। মিটফোর্ড হাসপাতালের বাইরে নিহতদের ছবি নিয়ে দাঁড়িয়ে আহাজারি করছেন স্বজনেরা।

পুলিশ জানিয়েছে, প্রত্যেকের শরীর এমনভাবে পুড়ে গেছে যে, তাদের চিহ্নিত করার উপায় নেই। এজন্য ডিএনএ পরীক্ষা করে পরিচয় শনাক্ত করার পর মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সোমবার দুপুরে চকবাজারের কামালবাগ এলাকার প্লাস্টিক কারখানা ও গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ওই ভবন থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন