চকবাজারে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় সংসদে শোক

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ৮:৪৯ অপরাহ্ণ

পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে ৬৭ প্রাণহানির ঘটনায় জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।

রোববার বিকালে পৌনে ৫টায় সংসদে অধিবেশনের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাব উপস্থাপন করেন। পরে সেটি সর্বসম্মতিক্রমে সংসদে গৃহীত হয়।

শোক প্রস্তাব উপস্থাপন করে স্পিকার বলেন, ‘চকবাজারের ভয়াল অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৭ জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বহুলোক আহত হয়েছেন। ওই ঘটনায় মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মহান জাতীয় সংসদ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করছে ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। সেই সঙ্গে অগ্নিকাণ্ডে আহত চিকিৎসাধীন ব্যক্তিদের সুস্থতা কামনা করছে।’

উল্লেখ্য, বুধবার রাত ১০টার পর রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনের কেমিক্যাল গুদামে আগুন লাগে।

এ ঘটনায় অন্তত ৬৭ জন নিহত হয়েছেন। আহত ৪১ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন