ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবিলায় রোহিঙ্গা শিবিরে ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৯ মে, ২০২০ ২:৪৩ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবিলায় সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা শিবিরে ১০ হাজার রোহিঙ্গা স্বেচ্ছাসেবক (ভলান্টিয়ার) প্রস্তুত রাখা হয়েছে। সোমবার উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবিরে সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের দিনব্যাপী যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।

সোমবার কক্সবাজারের রামু সেনানিবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় স্থানীয় সেনাক্যাম্পগুলোর তত্ত্বাবধানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা স্বেচ্ছাসেবক (ভলান্টিয়ার) প্রস্তুত রাখা হয়েছে।

রোহিঙ্গাদের ঘূর্ণিঝড় ‘আম্ফান’ থেকে সুরক্ষায় দ্রুততার সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা, ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো ও উদ্ধার কার্যক্রমে দেশি-বিদেশি সব সংস্থার সমন্বিত উদ্যোগ নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে মহড়া অনুষ্ঠানে আলোচনা হয়েছে। এতে বাংলাদেশ সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন, আরআরসি, এনজিও, জাতিসংঘের বিভিন্ন সংস্থার সদস্য ও ক্যাম্পে বসবাসরত প্রশিক্ষিত রোহিঙ্গারা স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করে।

এদিকে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘আম্পান’ এখন  প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ধীর গতিতে এগোলেও ‘আম্পান’ শক্তিশালী হয়ে উঠছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন