ঘুর্ণিঝড় ফণী: লক্ষ্মীপুরে সেবাতে তৎপর রেড ক্রিসেন্ট সোসাইটি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৪ মে, ২০১৯ ৬:৪৫ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: ঘুর্ণিঝড় ফণীতে লক্ষ্মীপুর ৬ নম্বর বিপদ সংকেতের আওতায় রয়েছে। উপকূলীয় এ অঞ্চলে ঘুর্ণিঝড়ের প্রভাবে লন্ডভন্ড হওয়ায় ঘর-বাড়ি ও মানুষদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজ করছেন লক্ষ্মীপুর রেড ক্রিসেন্ট সোসাইটি।


শনিবার (৪ মে) দুপুর পর্যন্ত তাদের ৭টি ট্রিম সেবাদানে কাজ করছেন। এসব ট্রিমে ১জনের নেতৃত্বে ১০-১২ জন সদস্য কাজ করছেন।

প্রাথমিক চিকিৎসায় আশরাফুল মোবারক, উদ্ধার ট্রিমে রয়েছেন মোঃ নিজাম উদ্দিন মোহন, সন্ধানে কাজ করছেন রাকিব হোসেন, কন্ট্রোলরুমের দায়িত্বে আছেন নুর হোসেন রাশেদ, পারিবারিক যোগাযোগ ও পুনঃস্থাপনে রয়েছেন ইজাজ আহম্মদ আপন ও তার দল।


জানতে চাইলে লক্ষ্মীপুর রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান (ভারপ্রাপ্ত) আব্দুল আওয়াল খোকন বলেন, ঘুর্ণিঝড় ফণীর প্রভাবে ক্ষতিগস্তদের সেবা দানে জেলাব্যাপি রয়েছে আমাদের বেশ কয়েকটি ট্রিম। ঘুর্ণিঝড় পরবর্তীতে পুনঃস্থাপনের জন্যও রয়েছে আমাদের সেবা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন