চলে গেলেন এপাচি হুন্ডার সেই ‘মিতু’

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৫ জুন, ২০১৯ ৯:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: আপনারা হয়তো ভুলে গেলেন এপাচি নিয়ে সেই প্রেমিক-প্রেমিকার কাহিনী। ওইদিন মেয়েটি চলে গেলেও তাকে ভুলতে পারেনি হতভাগা প্রেমিক। একটি ব্লু কালারের এপাচি মোটরসাইকেলের (হুন্ডা) কারণেই প্রেমিকের সত্যিকারের ভালোবাসাকে ঠুকরে চলে যায় অর্থলোভী প্রেমিকা।

অবশেষে শনিবার (১৫ জুন) সেই প্রেমিকা ‘মিতুর’ বিয়ে হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, অতিতের ভালোবাসা ভুলে মিতু বিয়ের পিঁড়িতে পা রাখলেন। ভাবছেন সেই হতভাগা প্রেমিকের সাথে। কিন্তু না। মিতুর বিয়ে হয়েছিল পারিবারিকভাবে।

লক্ষ্মীপুর সদর উপজেলার নন্দনপুর গ্রামে এক প্রবাসীর সঙ্গে। তাকে পেয়ে সন্তুষ্ট আছেন বর।

জানা গেছে, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারিতে ব্লু কালার এপাচি নিয়ে ঘুরতে না পারায় প্রমে ব্রেকআপ হয়েছিল।

এদিকে উপজেলার আবিরনগর এলাকার কলেজ পড়ুয়া সেই প্রেমিক হতাশায় দিন কাটাচ্ছেন। ওই যুবক লক্ষ্মীপুর সরকারি কলেজে মাস্টার্সে পড়ছেন। তিনি এখনো কোন চাকরি পায়ননি। চেস্টায় রয়েছেন। তাই ব্লু কালারের এপাচি মোটরসাইকেলও কেনা হয়নি। সেজন্য ভাগ্যের সীমানা অতিক্রম করে ৪ বছরের ভালোবাসার মানুষটিকেও পায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই যুবক বলেন, আগে শুনেছি প্রেম মানে না ধণী-গরীব, ধর্ম-বর্ণ। চায় না টাকা পয়সা আর ধন সম্পদ। কিন্তু আমার গল্প হয়েছিল ভিন্ন। এপাচি কিনতে না পারায় আজ আমি প্রেমিকাকে হারাতে হয়েছে। তবু সে প্রবাসীকে নিয়ে সুখে থাকুক, এই প্রত্যাশায় করেন তিনি।

প্রসঙ্গত, মিতু শব্দটি ছদ্মনাম হিসেবে ব্যবহার করা হয়েছে। এই নামটি কারো সঙ্গে মিলে গেলে ক্ষমাদৃষ্টিতে দেখবেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন