গ্রিন কার্ড স্থগিত করলেন ট্রাম্প

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২০ ১১:২৮ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে অভিবাসনের ওপর সাময়িক নিষেধাজ্ঞায় স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ ক্ষমতায় ৬০ দিনের জন্য গ্রিন কার্ড স্থগিত করেছেন তিনি। বিবিসির খবর।

 

বুধবার হোয়াইট হাউসে করোনা সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প জানান, কিছু ক্ষেত্রে ছাড় দেয়া হলেও এই স্থগিতাদেশের মেয়াদ পরবর্তীতে আরও বাড়তে পারে।

 

তিনি বলেন, ‘করোনার কারণে ক্ষতিগ্রস্ত হওয়া অর্থনীতিতে মার্কিন কর্মীদের নিরাপত্তা দিতে এই নীতি গ্রহণ করা হয়েছে।’

ট্রাম্প বলেন, ‘লকডাউন শেষে নতুন করে অর্থনীতি সচলের সময় সব পেশার মার্কিন নাগরিকেরা চাকরির জন্য সামনের সারিতে থাকবে সেটি নিশ্চিত করবে এই নীতি।’

সোমবার রাতে ‘সব ধরনের অভিবাসন’ বন্ধ করার প্রতিশ্রুতি ব্যক্ত করলেও পরে কয়েকজন ব্যবসায়ী নেতার সমালোচনার শিকার হয়ে খামারের শ্রমিক, হাই টেক কারখানার কর্মীদের মতো কিছু বিশেষ খাতের অভিবাসী শ্রমিকদের নিষেধাজ্ঞার বাইরে রাখেন মার্কিন প্রেসিডেন্ট।

 

একদিন পরই তিনি জানান, শুধু গ্রিন কার্ডের ওপর এই নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে। তিনি জানান, করোনার প্রাদুর্ভাবে ২ কোটির বেশি মার্কিন নাগরিক তাদের চাকরি হারিয়েছে। ট্রাম্প বলেন, ‘তারা যেন তাদের কর্মসংস্থান ফিরে পায়, তা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব।’

 

তবে সমালোচকদের মতে, ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার অভিযোগ ওঠায় এখন অন্যদিকে মনোযোগ সরিয়ে নিতে চাচ্ছেন তিনি।

প্রসঙ্গত, অভিবাসীদের স্থায়ীভাবে বসবাসের বৈধতা এবং মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ দেয় গ্রিন কার্ড। ফলে সাময়িক এই নিষেধাজ্ঞা পড়ছে এই গ্রিন কার্ডের ওপর। সাধারণত, প্রতি বছর যুক্তরাষ্ট্রে ১০ লাখ গ্রিন কার্ড অনুমোদন করা হয়।

এদিকে প্রাণঘাতী কভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার রাত পর্যন্ত দেশটিতে নতুন মারা গেছে এক হাজার ৭৩৮ জন। এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন ৪৬ হাজার ৬৮৮ জন মানুষ। আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৪০ হাজার ৮৯৭ জন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন