গুলশানের অগ্নিকাণ্ড তদন্তে কমিটি গঠন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩০ মার্চ, ২০১৯ ৮:৪৯ অপরাহ্ণ

রাজধানীর গুলশানের ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ড তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

শনিবার সকালে ওই অগ্নিকাণ্ডে কাঁচাবাজারের দেড়শর মতো দোকানের সবগুলোই পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় পাশের পাঁচতলা গুলশান শপিং সেন্টারের কয়েকটি দোকানও।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে ফায়ার সার্ভিস গঠিত তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপপরিচালক (প্রশাসন) শামীম আহসান চৌধুরীকে।

এই কমিটির সদস্যসচিব করা হয়েছে সহকারী পরিচালক সালেহ উদ্দিনকে। ২০১৭ সালে এবং ২০১৮ সালেও এই ডিএনসিসি মার্কেটেই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল।

প্রসঙ্গত, শনিবার ভোর ৫টা ৫৫ মিনিটে ওই ডিএনসিসি মার্কেটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ও নৌবাহিনীর দুটি ইউনিট যুক্ত হয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সিটি কর্পোরেশনের ওই মার্কেটের প্রায় ১৮৮টি দোকান রয়েছে। সবগুলোই পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।এর আগে গত বছরের ২ জানুয়ারি রাত ২টার দিকে রাজধানীর গুলশান ১ নম্বরে ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে মার্কেটের প্রায় ৬০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন