গাজীপুরে সুতা তৈরির কারখানায় আগুন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২০ ৩:২৭ অপরাহ্ণ

গাজীপুরে একটি সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সুতা তৈরির মেশিন ও তুলার গুদাম পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

আজ সোমবার (২১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জেলার টঙ্গীর মাজুখান এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

টঙ্গী ফায়ার সার্ভিস সূত্র জানায়, টঙ্গীর মাজুখান এলাকায় সুতা তৈরির একটি কারখানায় আগুন লাগে। একপর্যায়ে আগুন পাশে থাকা ওই কারখানার তুলার গুদামে আগুন ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন ও ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা প্রায় এক ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে সুতা তৈরির মেশিন ও তুলার গুদাম পুড়ে গেছে। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত জানা যায়নি। এতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন