খুলনায় অ্যালকোহল পানে দুই বৃদ্ধের মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৪ মে, ২০২০ ৯:২৯ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে খুলনা মহানগরীতে অ্যালকোহল পানে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (০৪ মে) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- সোনাডাঙ্গা মডেল থানাধীন সোনাডাঙ্গা ময়লাপোতা হরিজন কলোনির বাবু লাল দাসের ছেলে অরুন দাস (৬০) ও কেলে দাসের ছেলে নীলা দাস (৬২)।

স্থানীয় সূত্রে জানা যায়, করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে গতকাল রোববার (০৩ মে) দুপুরে অরুন দাস ও নীলা দাস অ্যালকোহল কিনে পান করেন। সোমবার দুপুরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে অরুন দাসকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই দিন বিকেলে নীলা দাসকে প্রথমে শিবসা নার্সিংহোমে নেয়া হয়। পরবর্তীতে তাকেও খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনিও মারা যান। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. অনল রায় বলেন, বিষাক্ত অ্যালকোহল পানে অরুন দাস ও নীলা দাস নামে দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, অ্যালকোহল পানে অরুন দাস নামে একজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। অপরজনের মৃত্যুর কথা এখনও নিশ্চিত হতে পারিনি। খোঁজখবর নিয়ে দেখছি আমরা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন