খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা : ইতালিতে প্রতিবাদ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১ নভেম্বর, ২০১৭ ১২:২২ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় ইতালির নাপোলি বিএনপি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। রোববার স্থানীয় সময় বিকেল ৪টায় নাপোলি বিএনপির অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে নাপোলি বিএনপি সহ-সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও নাপোলি জুলিয়নো বিএনপির সভাপতি এম. সুলেমান বেগের পরিচালনায় দেন প্রধান অতিথি ইতালি বিএনপির সহ-সভাপতি ও নাপোলি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান তালুকদার।

প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুবদল নেতা সেরুয়ার মুন্সি, নাপোলি মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান, নাপোলি মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুল আহাদ, সহ-সভাপতি আব্দুল হান্নান, নাপোলি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিলাল হোসেন, নাপোলি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সজল মন্ডল, বিএনপি নেতা কাহার মিয়া, জুলিয়নো বিএনপি সাধারণ সম্পাদক দুলাল হোসেন, যুবদলের সংগ্রামী সভাপতি নাসির উদ্দিন, যুবদল নেতা গুলাফগন্জ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সারুয়ার মুন্সি, যুবদল নেতা জাকির হোসেন, বিএনপি নেতা আবু বক্কর,খালেদ, সাহেদ, সাব্বির প্রমুখ।

সভায় প্রধান অতিথি শাহজাহান তালুকদার বলেন, ‘আজ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর যে হামলা করা হয়েছে তা বাংলার জনগণ মেনে নেবে না। ইন্নশা আল্লাহ এর বিচার হবে এক দিন।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন