ক্ষমা চাইতে বললেন ট্রাম্প

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৩ জুলাই, ২০১৯ ৬:২৭ অপরাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নীতিগত অবস্থানের সমালোচনাকারী চার ডেমোক্র্যাট আইনপ্রণেতার বিরুদ্ধে আবারও আক্রমণাত্মক মন্তব্য করেছেন।

হিস্পানিক, আরব ও আফ্রিকান-আমেরিকান বংশোদ্ভূত ওই চার নারী কংগ্রেস সদস্যকে নিয়ে কদিন আগে টুইটারে বিদ্বেষী মন্তব্য করেন ট্রাম্প। তাদের পরামর্শ দেন নিজ দেশে ফিরে যেতে। ওই আইনপ্রণেতারা প্রতিবাদী অবস্থান নেওয়ার পর নতুন করে দেওয়া এক টুইটার পোস্টে তিনি মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে ক্ষমা চাওয়া উচিত তাদের।

ট্রাম্পের আক্রমণের শিকার ৪ কংগ্রেস সদস্যের মধ্যে আলেক্সসান্দ্র্রিয়া ওকাসিয়ো কর্টেজ, রাশিদা তালিব এবং আয়ান্না প্রেসলির জন্ম যুক্তরাষ্ট্রে হলেও তারা যথাক্রমে হিস্পানিক, আরব ও আফ্রিকান-আমেরিকান বংশোদ্ভূত। আর ইলহান ওমর নামের আরেক নারী কংগ্রেস সদস্য শৈশবে সোমালিয়া থেকে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আসেন।

ধারাবাহিক তিনটি টুইটে ট্রাম্প বলেন, ওই কংগ্রেস সদস্যরা এমন দেশ থেকে যুক্তরাষ্ট্রে গেছেন যেখানকার সরকার সম্পূর্ণ বিপর্যস্ত। তাদের দেশে ফিরে যাওয়ার পরামর্শ দেন মার্কিন প্রেসিডেন্ট।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন