ক্রিকেট ইতিহাসে প্রথমবার দেখানো হলো লাল কার্ড

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৩ ৫:০৯ অপরাহ্ণ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরের শুরুতেই আলোচনায় ছিল ‘লাল কার্ড’। ফুটবলের মতো ক্রিকেটেও শাস্তি হিসেবে লাল কার্ড প্রচলনের বিষয়টিতে অবাক হয়েছিলেন অনেকে। সিপিএলের এবারের আসরের প্রথম ১১টি ম্যাচে একবারো আম্পায়ারদের লাল কার্ড ব্যবহার করতে হয়নি। তবে লিগের ১২ নম্বর ম্যাচে এসে লাল কার্ড দেখলেন সুনীল নারিন।

স্লো ওভার-রেটের চূড়ান্ত শাস্তি হিসেবে এ বছর সিপিএলে লাল কার্ডের প্রচলন করে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। সিপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে লাল কার্ড দেখে ত্রিনবাগো নাইট রাইডার্স। এতে সিপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয় নারিনকে। সেন্ট কিটসে স্বাগতিকদের বিপক্ষে আগে ফিল্ডিংয়ে নেমে নির্ধারিত সময়ে ২০তম ওভার শুরু করতে পারেনি ত্রিনবাগো।

তাই অধিনায়ক কাইরন পোলার্ডকে বিষয়টি বুঝিয়ে দেওয়ার পর লাল কার্ড প্রদর্শন করেন আম্পায়ার জাহিদ বাসারাথ।
সে সময় ধারাভাষ্য কক্ষ থেকে ইয়ান বিশপ বলেন, ‘এখানে ঐতিহাসিক একটি মুহূর্ত হতে পারে… ওহ লাল কার্ড। কেউই এই রংয়ের কার্ড দেখতে চায় না। তাদের (ত্রিনবাগো) এখন দশজন নিয়েই ফিল্ডিং করতে হবে।

তাই কাউকে মাঠ ছাড়তে হবে এবং ৩০ গজ বৃত্তের বাইরে কেবল দুইজন ফিল্ডার থাকবে।’
নারিনের ৪ ওভার শেষ হয়ে যাওয়ায় তাকে মাঠের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেন ত্রিনবাগোর অধিনায়ক কাইরন পোলার্ড। শুধু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেই নয়, বরং ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন নারিন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন