কাল লক্ষ্মীপুরে প্রথম টিকা নেবেন সিভিল সার্জন আবদুল গফ্ফার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২১ ১০:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস প্রতিরোধে লক্ষ্মীপুরে প্রথম টিকা নেবেন সিভিল সার্জন ডা: আব্দুল গাফ্ফার। পরে জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ ও পুলিশ সুপার ড. এএইচ এম কামরুজ্জামান টিকা নেওয়ার কথা রয়েছে।
রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে সদর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে তারা টিকা নেয়ার কথা রয়েছে।
এদিকে সঠিকভাবে করোনা টিকা প্রদানে সহায়তায় শনিবার দিনব্যাপী জেলা সিভিল সার্জন কার্যালয় ও সদর হাসপাতাল মিলনায়তনে পৃথকভাবে ১২৮ জন রেডক্রিসেন্টের সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়।
জানতে চাইলে লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আবদুল গফ্ফার মোহনানিউজকে জানায় , জেলার উচ্চ শ্রেণির কর্মকর্তারা টিকা নিলে মানুষের আস্থা বাড়বে। তাছাড়া এখন ৫৫ উর্ধ বয়সের ব্যক্তিদের টিকা প্রদান করা হচ্ছে। ক্রমান্বয়ে সব শ্রেণি পেশার মানুষকে টিকা প্রদান করা হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন