কাগজ কুড়ানো নারীর বাড়িতে ত্রাণ নিয়ে হাজির ইউএনও

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২০ ১১:৪৮ অপরাহ্ণ

‘স্যার ঘরে খাবার নাই। বাচ্চাদের নিয়ে অনেক কষ্টে আছি। সকাল বেলা ওদের বিস্কুট খেতে দিয়েছি। যদি পারেন আমাদের সাহায্য করেন।’

কাজগপত্র কুড়িয়ে জীবিকা নির্বাহ করা এক নারীর কাছ থেকে শুক্রবার (৩ এপ্রিল) সকাল এমনই একটি ফোন আসে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেনের মোবাইলে। এরপরই ফোনদাতা নারীর বাড়িতে চাল-ডাল নিয়ে হাজির হন তিনি।

ইকবাল হোসেন জানান, ওই নারী পৌরসভার লঞ্চঘাট এলাকায় কাগজপত্র কুড়িয়ে বিক্রি করে সংসার চালান। ছোট দুই সন্তান নিয়ে তিনি থাকেন একটি ভাঙা ঘরে। এখন করোনাভাইরাসের প্রভাবে তিনি ঘর থেকে বের হতে পারছেন না। আর তাই বন্ধ হয়ে গেছে রোজগার। উপায় না পেয়ে তিনি ফোন করে সহযোগিতা চান।

ওই নারীকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি ডাল দেয়া হয়েছে বলে জানান ইউএনও।

তিনি বলেন, ‘জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। তারপরও কেউ খাবারের জন্য ফোন করলে সাথে সাথে তাদের বাড়িতে খাবার পৌঁছে দেয়া হচ্ছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন