করোনা সন্দেহে নারী-পুরুষের নমুনা সংগ্রহ রায়পুরে

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২০ ৩:১৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রায়পুরে করোনা সন্দেহে এক নারী (৪৫) ও এক পুরুষের (৫৫) নমুনা সংগ্রহ করে আইসিইডিআরে পাঠানো হয়েছে। তারা উপজেলার চর আবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের বাসিন্দা।

রবিবার (৫েএপ্রিল) রাতে তাদেরকে উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার করোনা নমুনা সংগ্রহ করে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকির হোসেন বলেন, ২জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। সোমবার (৫ এপ্রিল) চর আবাবিল ইউনিয়নের ১ জন পুরুষ ও ১ জন মহিলাকে করোনা সন্ধেহে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য চট্রগ্রাম আইসিইডিআরে পাঠানো হয়েছে।

সোমবার পর্যন্ত ওই দুইজনসহ ৪ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। সরকারি হাসপাতালসহ ২টি উপ-স্বাস্থ্য কেন্দ্র ও ৩১ টি কমিউনিটির ডাক্তার ও স্বাস্থ্য কর্মীরা সর্বদা প্রস্তুত রয়েছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন