করোনায় রায়পুরে বিএনপি নেতার মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২১ ২:৪১ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রায়পুরে করোনায় আক্রান্ত হয়ে বিএনপি নেতা তসলিম উদ্দিন ভুঁইয়ার মৃত্যু হয়েছে।

শনিবার মধ্যরাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। এ ছাড়া তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন।

তসলিম উদ্দিন ভুঁইয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার চরমোহনা ইউনিয়নের কৃতী সন্তান ও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আমিন উল্যা ভুঁইয়ার বড় ছেলে।

রোবাবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির রায়পুর উপজেলা সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু।

তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বেলা সাড়ে ১১টার সময় মরহুমের জানাজা শেষে তার গ্রামের বাড়ি ( চরমোহনা ইউপি) পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সৎ ও নিষ্ঠাবান বিএনপির এই নেতার মৃত্যুতে উপজেলা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও প্রেসক্লাবের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন