করোনায় চুয়াডাঙ্গার সাংবাদিক ডালিমের মৃত্যু

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২১ ১০:০৯ পূর্বাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চুয়াডাঙ্গার সাংবাদিক আরিফুল ইসলাম ডালিম। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

 

সাংবাদিক আরিফুল ইসলাম ডালিম ছিলেন চুয়াডাঙ্গা জেলা শহরের জোয়ারদারপাড়ার ইসলাম হোসেনের ছেলে। তিনি ছিলেন স্থানীয় দৈনিক আকাশ খবরের নির্বাহী সম্পাদক। তিনি যমুনা টেলিভিশন ছাড়াও দৈনিক দেশ রূপান্তর ও ইউএনবির জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার বয়স হয়েছিল ৩৮ বছর। সংসার জীবনে ডালিম ছিলেন দুই পুত্রসন্তানের জনক।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৯ জুন আরিফুল ইসলাম ডালিম করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। এর কয়েক দিনের মাথায় ২৩ জুলাই তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। ২৭ জুলাই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেই থেকে সেখানেই ভর্তি ছিলেন তিনি।

 

ডালিমের অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার ভোরে তাকে ঢাকায় নেয়ার পথে দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন