করোনায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২২ জুন, ২০২০ ১২:০১ অপরাহ্ণ

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হ‌য়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক (জেডি) শেখ ফরিদ উদ্দিন সোয়াদ মারা গেছেন। তি‌নি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত ছি‌লেন।

সোমবার (২২ জুন) সকা‌লে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেখ ফরিদ উদ্দিন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ  সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত ক‌রে‌ছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, যুগ্ম-পরিচালক ফরিদ উদ্দিন আজ সকালে হলি ফ্যামিলি হাসপাতালে মারা গেছেন। তবে তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন কি-না এটি আমি নিশ্চিত নই, তার ডেথ সার্টিফিকেট পেলে এটি জানানো যাবে।

প্রসঙ্গত, এর আগে করোনার উপসর্গ নিয়ে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা মারা গেলেও পরে পরীক্ষায় তা নেগেটিভ আসে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন