কমলনগরে স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার উঠান বৈঠক

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৩ ৭:২৯ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের কমলনগরে ভোট চেয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন উঠান বৈঠক করেছেন। তিনি লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য। এবার তিনি স্বতন্ত্র প্রার্থী ভোট করছেন। তার মার্কা ঈগল।

 

সোমবার বিকেলে কমলনগর উপজেলার তোরাবগঞ্জের হাজী আব্দুস সহিদ মিয়ার বাড়িতে এ উঠান বৈঠক করা হয়। এসময় ৫ শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহম্মেদ বাপ্পি, রামগতি উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন হেলাল, তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ রতন ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিনসহ এলাকাবাসী।

 

বক্তারা বলেন, রামগতি-কমলনগরকে মেঘনার ভাঙন থেকে রক্ষা করতে পারলেই এ দুটি উপজেলার মানুষ শান্তিতে থাকতে পারবে। তাদের চাওয়া পাওয়া একটাই নদী রক্ষা বাঁধ নির্মাণ করা। আব্দুল্লাহ আল মামুন এমপি থাকা কালীন রামগতি উপজেলার নদী রক্ষা বাঁধ নির্মাণ করেছে। ওই উপজেলার কিছু অংশের মানুষ এখন ভাঙন আতংকে নেই। এবার আবার তিনি এমপি হলে নদী রক্ষায় অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন