কমলনগরে যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতন ও ভ্রূণ হত্যার অভিযোগ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২০ ৪:২১ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের কমলনগরে যৌতুক না পেয়ে স্বামীর বিরুদ্ধে তাছলিমা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ছাড়া স্ত্রীকে ওষুধ খাইয়ে গর্ভপাতের মাধ্যমে ভ্রূণ হত্যারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এতে গুরুতর অসুস্থ ওই গৃহবধূ লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযুক্ত স্বামী আব্দুল আলী উপজেলার পাটারীরহাট এলাকার হামিদ আলীর ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার চরফলকন এলাকার নুরুল ইসলামের মেয়ে তাছলিমা আক্তার জানান, যৌতুক দাবিতে স্বামী তাকে প্রায়ই মারধর করত। অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও সর্বশেষ ঈদুল আজহার দিন যৌতুকের টাকার জন্য স্বামী তাকে লোহার রড দিয়ে মারধর করে। এতে অসুস্থ হয়ে পড়ায় তিনি বাবার বাড়িতে চলে আসেন। চিকিৎসা নিয়েও অবস্থার উন্নতি না হওয়ায় স্বজনরা ১৬ আগস্ট লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। আব্দুল আলী হাসপাতাল থেকে গৃহবধূর বাবার বাড়িতে নিয়ে যায়। ওইদিন রাতে স্বামী গর্ভপাতের উদ্দেশ্যে তাছলিমাকে তিনটি ট্যাবলেট খাইয়ে দিলে পরদিন তার একটি মৃত সন্তান ভূমিষ্ঠ হয়। এরপর স্বামী পালিয়ে যায়।

কমলনগর থানার ওসি মুহাম্মদ নুরুল আবছার জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন