কমলনগরে মেঘনার আকাশ লাল-কমলায় ছড়িয়েছে দিগন্তে

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২০ ১:৫৯ অপরাহ্ণ

পড়ন্ত বিকেলের আকাশকে লাল-কমলায় রাঙিয়ে সূয্যিমামার পশ্চিম আকাশে অস্ত যাওয়া পৃথিবীর অন্যতম সেরা নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত দৃশ্য। সূর্য দিগন্তে হেলে পড়ার পর একসময় হলুদ থেকে কমলা, কমলা থেকে টুকটুকে লাল হয়ে গিয়ে নানা রঙের বর্ণচ্ছটা ছড়িয়ে দিগন্তে হারিয়ে যায়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর কমলনগরের মতির হাটের মেঘনার তীরে পর্যটকদের ভীড় দেখা গেছে। সূর্যাস্তের এমন দৃশ্য মোহনানিউজের নিজস্ব ক্যামেরায় ধারণ করা হয়।

সূর্যাস্তের সময় আকাশে বিচিত্র রঙের প্রদর্শনী চলে। কমলা-গোলাপি-বেগুনি রঙের সেই ছোঁয়ায় রাঙে মেঘেরা, রাঙে আকাশ, রাঙে চারপাশ। এই রঙের আভা ছুঁয়ে যায় মানবহৃদয়কেও। অস্তমান সূর্যের অতুলনীয় সৌন্দর্যকে উপেক্ষা করার সাধ্য কোনো মানবমনের নেই। তাই তো মানুষ বিস্ময়বিমুগ্ধ চোখে তাকিয়ে থাকে অস্তমিত সূর্যের দিকে। সূর্যাস্তের সৌন্দর্যে গভীর ভালোলাগার আবেশে আবিষ্ট হয় মন,অদ্ভুত প্রশান্তি ভর করে মনে।

এমন দৃশ্য দেখতে যাবেন যেভাবে …

লক্ষ্মীপুর দক্ষিণ ষ্টেশন থেকে সিএনজি অথবা বাস যোগে তোরাবগঞ্জে। সেখান থেকে সিএনজি যোগে সরাসরি মতিরহাটের মেঘনা নদীর তীরে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন