কমলনগরে শ্রমজীবিদের ঘরের সামনে ছাত্রলীগ নেতার ত্রাণ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২০ ৯:৫৩ অপরাহ্ণ

করোনা ভাইরাস প্রতিরোধে লক্ষ্মীপুরসহ সারাদেশের মানুষ সঙ্গরোধে রয়েছে। দিনমজুর ও মধ্যবিত্তদের উপার্জন বন্ধ। খাবারের জন্য যারা কারো কাছে সহযোগীতা চাইতে পারে না। এরকম মানুষগুলোর ঘরের দরজায় ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম স্বাধীনের উদ্যোগে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে কমলনগর উপজেলার চরলরেন্স ও হাজিরহাট ইউনিয়নের বিভিন্ন এলাকার চার শতাধিক দিনমজুরের বাড়িতে গিয়ে ছাত্রলীগ নেতারা এসব বিতরণ করেন। এসময় বন্ধ থাকা ঘরের দরজার সামনেও খাদ্য সামগ্রী রেখে আসা হয়েছে।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুস সামাদ রাজু, সহ-সভাপতি আরিফ হোসেন, ছাত্রলীগ নেতা সিএম মহিন, সবুজ সোহেল, কামাল হোসেন ও মো. শাহিন প্রমুখ।

আয়োজকরা জানান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বিগ আপেল কন্সট্রাকশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম দিনমজুরদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন। তবে দিনমজুররা যেন খাদ্য সামগ্রীগুলো গ্রহণ করতে লজ্জা না পায়, সেজন্য রাতে বিতরণ করা হয়েছে। এতে একটি পরিবারের ৭ দিনের চাল, ডাল, তেল, পেঁয়াজ ও আলু রয়েছে।

জানতে চাইলে ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম স্বাধীন বলেন, উপকূলীয় এই এলাকায় অধিকাংশই অসহায় মানুষ। কিন্তু কারও কাছে কিছু চাইতে তারা লজ্জা পায়। এজন্য রাতের আঁধারে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দেওয়া হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন