কমলনগরে ত্রাণ বিতরণের আগে অগ্রাধিকার তালিকা সংগ্রহ করতে হবে

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২০ ১:১৩ অপরাহ্ণ

করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে ঘরে থাকার নির্দেশ দিয়েছে সরকার। এ পরিস্থিতিতে যেন দিনমজুরদের খাদ্যের সমস্যা না হয় এজন্য বিভিন্ন সামাজিক, রাজনৈতিক প্রতিষ্ঠান, এনজিও এবং ব্যক্তিগতভাবে অনেকে ত্রাণ বিতরণ করছে।ঘরবন্দিদের সবার কাছে যেন ত্রাণ পৌঁছে যায় সেলক্ষে কমলনগর উপজেলায় বিশেষ পদক্ষেপ নিয়েছে।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেন মোহনানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের দপ্তরের নির্দেশনা অনুযায়ে এ পদক্ষেপ নেয়া হয়েছে। যাতে উপজেলার অসহায় প্রত্যেক ব্যক্তির ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া যায়।

এজন্য যে কোন প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ করার পূর্বে কমলনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে অগ্রাধিকার তালিকা সংগ্রহ করতে হবে। অগ্রাধিকার তালিকা অনুযায়ী ত্রাণ বিতরণ করতে হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন