কবি রাজুু হাসানের ‘প্রিয় লক্ষ্মীপুর’

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ৪:১২ অপরাহ্ণ

মেঘনার কোলে জন্ম আমার
আমি যে সংগ্রামী।
দুর্যোগ শোক পায়ে ঠেলে হই
সর্বদা অগ্রগামী।

ডাকাতিয়ার বুকে পাল তুলে গাই
আল্লাহ নবীর জয়গান।
বঙ্গ-সাগরের হুঙ্কারে ভয়হীন থেকে
দীপ্ত-ক্ষীপ্ত রাখি প্রাণ।

লক্ষ্মীপুরের কত লক্ষ্মী সন্তান দেশের তরে
অকাতরে বিলিয়ে যাচ্ছে স্বীয় প্রাণ।
নারিকেল-সুপারি সয়াবিন ইলিশে ভরপুর
বিধাতা তোমারি অশেষ দান।

মোরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান থাকি
যেমন থাকে আপন রক্তের ভাই।
মানবতার সকল ধর্মে-কর্মে একাত্মা
মোদের হিংসা লোভের বিরোধ নাই।

লাল সবুজের তটে-পটে দেখ যত
সব কিছুই আমার অহংকার।
এই লক্ষ্মীপুরের বুকে জন্ম মৃত্যুর পরে
জাগিবার স্বাদ যে বারে-বার।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন