ঐক্যফ্রন্ট ও বিএনপির একটিই ইশতেহার হবে: ড. কামাল

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০১৮ ৮:০৭ অপরাহ্ণ

জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনি ইশতেহার ৮ ডিসেম্বর প্রকাশিত হবে বলে জানিয়েছেন জোটটির নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘ঐক্যফ্রন্ট ও বিএনপির একটিই ইশতেহার হবে।’ বুধবার (৫ ডিসেম্বর) বিকালে পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের নতুন কার্যালয় দেখতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জনগণ ভোট দিয়ে তাদের দেশের মালিকানা প্রতিষ্ঠা করবে মন্তব্য করে গণফোরাম সভাপতি বলেন, ‘সরকার ভেবেছিল ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একটা যেনতেন নির্বাচন করে আবার ক্ষমতায় চলে আসবে। কিন্তু যখনই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছি, তখনই সরকার অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।’

 

পুলিশের কর্মকাণ্ডের প্রতি খেয়াল রাখার আহ্বান জানিয়ে ড. কামাল বলেন, ‘পুলিশ কী ভূমিকা পালন করে, আপনারা তা খেয়াল রাখবেন। একইসঙ্গে সরকারি দলের প্রার্থীদের কর্মকাণ্ডের প্রতি নজর দেবেন।’

 

সবাইকে ভোটের দিন ভোরবেলা থেকে ভোট দেওয়ার অনুরোধ করে কামাল হোসেন বলেন, ‘এদিন ভোর থেকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে, যেন কেউ ভোট এদিক-সেদিক করতে না পারে।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন