উত্তর কোরিয়ায় ক্ষমতায় আসতে পারে নারী নেতৃত্ব, তার পরিচয় জানুন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২০ ৪:১৯ অপরাহ্ণ

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের শারিরীক অবস্থা সংকাপন্ন প্রকাশের পর থেকেই তার পরবর্তী উত্তরাধিকারী নিয়ে তৈরি হয়েছে খোঁজাখুজি। কিমের পরে তার বোন বা ভাই রাজবংশের দায়িত্ব নেবেন বলে ধারণা করা হচ্ছে। আন্তাজার্তিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

শুধুমাত্র কিমের বোন হিসেবে নয় উত্তর কোরিয়ার রাজনীতিতে এক সক্রিয় ভূমিকা পালন করে আসছে কিম ইয়ো জং। কোরিয়ার রুলিং ওয়ার্কার পার্টির একজন সিনিয়র মেম্বার তিনি। সেই সাথে উত্তর কোরিয়ার সবচেয়ে ক্ষমতাশীল নারী হিসেবে পরিচিত কিম ইয়ো জং।  রাজনীতিতে আগ্রহের জের ধরে গেল মাসে তিনি জানান, ভাইয়ের সঙ্গে এখন থেকে মূল সম্মেলনগুলোতে যোগ দেবেন তিনি।

এদিকে কিম জং উনের ভাই কিম জং চলের রাজনীতিতে তেমন কোন আগ্রহ নেই। গানই তার জীবনের অন্যতম আগ্রহের জায়গা। সে হিসেবে কিমের পর রাজবংশের দায়িত্ব আসছে তার বোন কিম ইয়ো জং এর উপর।

তবে সবকিছু শেষে কিম জং উন কেমন আছেন, তিনি আসলেই কাজে ফিরতে পারবেন কিনা এই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন