ইশরাত ফেরদাউসের “দমন” 

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৭ জুন, ২০১৮ ৮:৩৭ অপরাহ্ণ

হাজারো কর্মহীনেরা ঝিমোয়- রাস্তার মোড়ে,

পার্কের কোনায়,

খোলা মাঠে কিংবা ফুটওভার ব্রিজের তলায়,

কেঁপে কেঁপে দিনাতিপাত করে উদ্বাস্তু একটা কর্মের নেশায় কিংবা উদরপূর্তির আশায়!

অথচ সাহেবেরা- কফির মগে উষ্ণওষ্ঠ ভেজাতে ভেজাতে কাটিয়ে দেয় পুরোটা সকাল!

দুপুরবেলা তো চোখ বুজে আসে খানদানি খাবারের ঘ্রানে,

বেলা পার হয়ে যায় মেইলবক্সে বসেই।

বিকেলে তারা ব্যস্ত হয়ে পড়ে জুপিটার কিংবা জিউসের তত্ত্বানুসন্ধানে!

ওহে উন্মত্ত যুবক-যুবতীরা- এই বল্লাপনাকে নির্বাসন দাও জলের অতলে!

দূষিত জল পান করাও তোমাদের অধিকার বঞ্চিত যন্ত্রণাভোগের আলোকে।

কীটনাশক প্রয়োগ করে দমন কর এই দুর্নীতিবাজ ছারপোকাদের আর অন্ধবিশ্বাসী কূটবুদ্ধিসম্পন্ন মস্তিষ্ক খুবলে ছুড়ে ফেলে দেও অন্ধকূপে।

-ইশরাত ফেরদাউস

মতামতের জন্য সম্পাদক দায়ী নন