ইভিএম কেন্দ্রে লাঙ্গল জয়ী

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০১৭ ৬:২০ অপরাহ্ণ

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে যে একটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে সেখানে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল) জয়ী হয়েছেন। তিনি ৬৭৪ ভোট পেয়ে জয়ী হন।

এছাড়া আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ ঝন্টু (নৌকা) পান ৩৩৪ ভোট এবং বিএনপির কাওসার জামান বাবলা (ধানের শীষ) পান ১১৭ ভোট।

বৃহস্পতিবার বিকেলে প্রিসাইডিং অফিসার আজহারুল ইসলাম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, এ কেন্দ্রে মেয়র পদে কাস্ট হয়েছে ১২২৭টি ভোট,সংরক্ষিত কাউন্সিলর পদে ১২২৮ এবং সাধারণ কাউন্সিলর পদে ১২২৩ ভোট।

রসিকে প্রথমবারের মতো ২৫ নম্বর ওয়ার্ডের ১৪১ নম্বর কেন্দ্র সরকারি বেগম রোকেয়া কলেজে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়েছে। এ কেন্দ্রের ৬টি বুথে ইভিএমে ভোটগ্রহণ করা হয়। মোট ভোটার ২ হাজার ৫৯ জন। এর মধ্যে ১২৫২টি ভোট কাস্ট হয়েছে।

রসিকের ১৯৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হয়েছে। মেয়র পদে দলীয় প্রতীকে সাত প্রার্থীর সঙ্গে ৩৩ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৭৬ জন।

রসিকের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ২৫৬ এবং নারী ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন