ইজতেমায় যৌতুকবিহীন শতাধিক বিয়ে 

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:০১ অপরাহ্ণ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে আজ যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমা ময়দানে বয়ান মঞ্চের পাশে এ বিয়ে সম্পন্ন করা হবে।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ‌্য নিশ্চিত করেন।

জানা গেছে, আজ ১০০ এর বেশি যুগলের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিবছর ৮০ থেকে ১৩০ যুগল পর্যন্ত যৌতুকবিহীন বিয়ে হয়ে থাকে। গত বছরও ৭০টি বিয়ে পড়ানো হয়। বাদ আছর এ বিয়ে অনুষ্ঠিত হবে। আর এই বিয়ে পড়াবেন ভারতের মাওলানা জুহাইরুল হাছান। এই যৌতুকবিহীন বিয়ে ইজতেমার একটি বিশেষ অলঙ্কার।

এদিকে আজ শনিবার বাদ ফজর বয়ান করেন মুম্বাইয়ের মাওলানা আব্দুর রহমান। বাদ জোহর মাওলানা ইসমাইল (গোধরা), বাদ আসর ভারতের মাওলানা জুহাইরুল হাছান, বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা বয়ান করবেন।

আখেরি মোনাজাতে প্রায় ৩৫-৪০ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিবেন বলে আয়োজকদের ধারণা। ইজতেমার প্রথম পর্বে শিল্প নগরী টঙ্গী ইতোমধ্যেই ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন