আলোচনার মাধ্যমে কোটা সমস্যার সমাধানের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০১৮ ১২:১২ অপরাহ্ণ

আলোচনার মাধ্যমে কোটা সমস্যা সমাধানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে  শাহবাগে উপস্থিত হয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক সংবাদমাধ্যমকে দেয়া এক বক্তব্যে এ কথা বলেন। এ সময় তিনি পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের চিকিৎসারও আশ্বাস দেন।

তিনি আরো বলেন, একজন নিহত হওয়ার যে ‘গুজব’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছ তা একটি নিছক গুজব, অপপ্রচার, অপশক্তির অপতৎপরতা মাত্র।

নিহতের এ গুজব থেকেই প্রমাণ হয় কিছু দুষ্টচক্র নানারকম গুজব রটিয়ে বেড়াচ্ছে। সোমবার বেলা ১১টার দিকে আন্দোলনকারীদের ৫ দফা নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে বলে জানান জাহাঙ্গীর কবির নানক।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর রোববার রাত ৮টা থেকে দিবগত  রাত ১টার পর পর্যন্ত কয়েকদফায় পুলিশের লাঠিচার্জ ও গুলি হয়। সে সময় কয়েকজনকে আটক করে পুলিশ। এরপর আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। তবে বিভিন্ন হলের শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে এসে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন