আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নির্বাচকদের হাতে

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২১ ১১:৩২ অপরাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্যঘোষিত ওয়ানডের প্রাথমিক দলে ঠাঁই হয়নি বাংলাদেশ সেরা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার। জাতীয় দলের এ তারকা পেসার এমন এক মহাসড়কে এসে দাঁড়িয়েছেন, যেখান থেকে পথের শেষ শুধুই অবসর।

তবে কবে অবসর নিচ্ছেন যানেন না নড়াইল এক্সপ্রেস খ্যাত এ তারকা ক্রিকেটার। তাইতো মাশরাফির অকপট উচ্চারণ, আমার আন্তর্জাতিক ক্যারিয়ার এখন নির্বাচকদের হাতে।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সময় মাশরাফির বয়স হবে ৪০ ছুঁই ছুঁই। ওই বয়সে মাশরাফির ওয়ানডে খেলার কথা ভাবা অবান্তর। তাইতো বাস্তবতার কারণেই তাকে বাদ দিতে হয়েছে নির্বাচকদের।

উইন্ডিজ সফরে দল থেকে বাদ পড়া নিয়ে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে মাশরাফি বলেছেন, বাদ দেয়ার সিদ্ধান্তে তিনি একেবারে অবাক হননি। ঘরোয়া ক্রিকেটে তিনি যথারীতি থাকবেন। যতদিন দেহ সায় দিবে খেলে যাবেন।

উইন্ডিজ সফরে মাশরাফি বাদ পড়ায় ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলছেন তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষের পথে। তিনি যেভাবে ক্রিকেট খেলে এসেছেন তাতে তিনি তৃপ্ত। তার আত্মনিবেদনে কোনো ঘাটতি ছিল না।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন