আমরা একজন শেখ হাসিনা পেয়েছি : দুদক পরিচালক সৈয়দ ইকবাল

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২২ ১:১২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের পরিচালক (তদন্ত) সৈয়দ ইকবাল হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের মাধ্যমে পরিবর্তন করেছেন। তাঁর দক্ষতায় দেশ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে। আমাদের ভাগ্য ভালো আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়েছি। তাঁর নেতৃত্বে দেশে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে। আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন। সন্তানদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তবেই আমরা আরও একজন শেখ হাসিনা পাব।

শনিবার (১২ মার্চ) রাতে লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পবিত্র কোরআন শরীফ, সেলাই মেশিন ও খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের নন্দনপুর বাজার এলাকায় জেলা পরিষদের উদ্যোগে এ আয়োজন করে।

জেলা পরিষদের সদস্য শাখাওয়াত আরিফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বিজন বিহারী ঘোষ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল হোসেন, উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।

জেলা পরিষদ সূত্র জানায়, সরকারের উন্নয়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশস জেলাব্যাপী দরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলা পরিষদ থেকে সেলাই মেশিন বিতরণ প্রকল্প চলমান। এতে ১০ জন নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। হামছাদী ইউনিয়নের ১০ জন মুক্তিযোদ্ধাকে সম্মান জানিয়ে অর্থ দেওয়া হয়েছে। ৭০ জন মুসল্লিকে পবিত্র কোরআন শরীফ ও ১২ টি ক্লাবে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন