আদালত চত্বরে কঠোর নিরাপত্তা বেষ্টনী

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০১৮ ১০:২৭ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে বকশিবাজারের আদালত চত্বর এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে আজ বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচারের রায় ঘোষণা উপলক্ষে কাকডাকা ভোর থেকেই আদালত প্রাঙ্গণের আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আদালত প্রাঙ্গণে প্রবেশের বিভিন্ন রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত সরেজমিনে দেখা যায় রাস্তাঘাটে ও মোড়ে মোড়ে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।

রায় ঘোষণাকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশদ্বারও বন্ধ রাখা হয়েছে। চানখাঁরপুল মোড়ে নিরাপত্তা তল্লাশি চৌকি বসানো হয়েছে। বকশিবাজারের আশপাশের রাস্তাতেও পুলিশ সদস্যরা অবস্থান করছেন। এরই মধ্যে দেখা যায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা বকশিবাজার আদালতে আসতে শুরু করেছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন