আজও করোনা রোগী শনাক্ত হয়নি, সুস্থ হয়ে বাড়ি গেছেন ১৫ জন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২০ ১:১৫ অপরাহ্ণ

বাংলাদেশ গত ২৪ ঘণ্টায় কারো দেহে করোনাভাইরাস পাওয়া যায়নি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। একই সঙ্গে কারও মৃত্যুও হয়নি। আজ রোববার (২৯ মার্চ) দুপুরে মহাখালীতে আইইডিসিআরে এক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে আইইডিসিআর-এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা জানান। এছাড়া করোনাভাইরাসে নতুন কেউ মারাও যাননি। কিংবা নতুন করে কেউ সুস্থ হননি।

গতকাল শনিবারও আইইডিসিআর নতুন করে করোনা শনাক্ত না হওয়ার তথ্য জানায়।  

ডা. সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম ল্যাবে মোট ১০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেখানে নতুন কেউ শনাক্ত হয়নি। এ পর্যন্ত করোনাভাইরাসে মোট সুস্থ হয়েছেন ১৫ জন। আগে আক্রান্তদের কেউ গত ২৪ ঘণ্টায় সুস্থ না হওয়ায় এ সংখ্যা অপরিবর্তিত থাকছে।

বাংলাদেশে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ জন। চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন। করোনাভাইরাসে বাংলাদেশে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

অনলাইন লাইভ ব্রিফিংয়ে সবাইকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেয়া নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এরপর লাইভে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন