আইরিশদের কাছে স্রেফ উড়ে গেল জিম্বাবুয়ে

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২১ ১২:১৭ পূর্বাহ্ণ

আয়ারল্যান্ডের বিপক্ষে পাত্তাই পেল না জিম্বাবুয়ে ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় ৭ উইকেটে হেরে যায় জিম্বাবুয়ে।

রোববার আয়ারল্যান্ডের ডাবলিনের ক্যাস্টল এভিনিউতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫ ওভারে ৩৫ রান করা জিম্বাবুয়ে এরপর ২৯ রানের ব্যবধানে হারায় ৫ উইকেট।

 

১০.১ ওভারে ৬৪ রানে ৫ উইকেট পতনের পর জিম্বাবুয়ের হাল ধরেন মিল্টন শুম্বা ও রায়ান বুল। ষষ্ঠ উইকেটে তারা ৫৯ বলে ৮৮ রানের জুটি গড়েন। ২৭ বলে ৪৬ রান করে ফেরেন শুম্বা। ৩৩ বলে ৩৭ রান করেন রায়ান বুল।

 

টার্গেট তাড়া করতে নেমে কেভিন ওব্রাইনকে সঙ্গে নিয়ে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালান পল স্টারলিং। ৬.২ ওভারে দলীয় ৫৯ রানে ফেরেন স্টারলিং। ২৯ রানে ৩৭ রানে ফেরেন এ তারকা ওপেনার।

 

এরপর ১১ বলে ৫ রান করে ফেরেন অধিনায়ক অ্যান্ডি বালবিরনি।  চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা জর্জ ডকারেলকে সঙ্গে নিয়ে ৩২ বলে ৫২ রানের জুটি গড়েন কেভিন ওব্রায়েন। ১৫.৪ ওভারে দলীয় ১২৯ রানে ফেরেন তিনি। তার আগে ৪১ বলে সাতটি চার ও এক ছক্কায় ৬০ রান করেন কেভিন ওব্রায়েন।

 

এরপর হ্যারি ট্যাকটরকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন ডকারেল।  ২৬ বলে ৩৩  রান করে অপরাজিত থাকেন ডকারেল।

এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১১৭ রান করেও শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩ রানের জয় পায় জিম্বাবুয়ে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন