আইপিএলের বাকি অংশ হবে আমিরাতে

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩১ মে, ২০২১ ৯:২৯ পূর্বাহ্ণ

করোনার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ ভারতে হবে না আগেই নিশ্চিত করেছিল বিসিসিআই। এ টুর্নামেন্ট আয়োজনের তালিকায় ছিল বেশ কয়েকটি দেশের নাম। তবে শনিবার ভারতীয় বোর্ড সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছে এ টুর্নামেন্টের বাকি অংশ আয়োজনের।

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে বর্ষা মৌসুম হওয়ায় আইপিএলের এবারের আসর আমিরাতে আয়োজন করতে চায় কর্তৃপক্ষ। শনিবার হওয়া বিসিসিআইয়ের ভার্চুয়ালি মিটিংয়ে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

ভারতে করোনাভাইরাসের প্রকোপ ভয়াবহ রূপ নিলেও জৈব-সুরক্ষা বলয়ে চলছিল আইপিএল। কিন্তু এই সুরক্ষা বলয়ও ঠেকাতে পারেনি টুর্নামেন্টের মাঝে কোভিড-১৯ এর হানা। কয়েকটি ফ্র্যাঞ্চাইজির বেশ কয়েকজন ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা আক্রান্ত হলে গত ৪ মে বন্ধ করে দেওয়া হয় আসর। এখনও বাকি রয়েছে টুর্নামেন্টের ফাইনালসহ ৩১টি ম্যাচ।

এবার নিয়ে টানা দ্বিতীয়বারের মতো আরব আমিরাতে হতে যাচ্ছে আইপিএল। এ টুর্নামেন্টের গত আসরের পুরোটা হয়েছিল সেখানে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন