আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা সাক্কুর

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৬ জুন, ২০২২ ১০:৪৩ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে হেরে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু। বুধাবর (১৫ জুন) রাতে ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

সাক্কু বলেন, আমি ফলাফল প্রত্যাখ্যান করছি। এ বিষয়ে আমি আইনি ব্যবস্থা নেব। আমার হিসেবে ৯৮০ ভোটে এগিয়ে ছিলাম। শেষ মুহূর্তে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে।

তিনি আরো অভিযোগ করেন, ইভিএমে যেহেতু নির্বাচন হয়েছে, তাহলে ফলাফল ঘোষণায় এত দেরি হলো কেন। এতেই প্রমাণিত হয় ফলাফল পাল্টে দেওয়া হয়েছে।

ভোটে আরফানুল হক রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। নিজাম উদ্দিন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৯৯ ভোট।

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন