আঁখিপটে অভিনয়

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০১৭ ১২:৪৩ পূর্বাহ্ণ

মঞ্চকর্মী। অভিনয় করেন টিভি নাটকে, আছেন মডেলিংয়েও। শারমিন আঁখিকে নিয়ে লিখেছেন ইসমাত মুমু

 

মহড়াকক্ষে নাটকের চরিত্র বিশ্লেষণ করতে গিয়েই প্রেমে পড়লেন অভিনয়ের। শুরুটা ফেম থিয়েটার স্কুলে।

এরপর কাজ করেছেন ‘নাট্যাধারা’য়, আর এখন আছেন ‘অরিন্দম নাট্য সম্প্রদায়ে’। টেলিভিশনে প্রথম অভিনয় নার্গিস আক্তারের টেলিফিল্মে।আর বর্তমান ব্যস্ততা? “কিছুদিন আগেই শেষ করলাম ধারাবাহিক ‘অপরাজিতা’র শুটিং, এখন করছি ধারাবাহিক ‘ওরা থাকে ওধারে’র—দুটিই দীপ্ত টিভিতে প্রচারিত হয়। দুটি মিনি ধারাবাহিকও করেছি। আগামী মাসে আরেকটি ধারাবাহিকের শুটিং করব। পাশাপাশি মডেলিংও করছি। এইতো’—বললেন আঁখি।

আঁখি অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে শিহাব শাহিনের ‘অনামিকা’, বদরুল আনাম সৌদের ‘প্রহর শেষে’, অরিজিত মুখার্জির ধারাবাহিক ‘অপরাজিতা’, সালাউদ্দিন লাভলুর ধারাবাহিক ‘মাই নেম ইজ ব্যাড’, রাহাত কবিরের ধারাবাহিক ‘নেকলেস’, প্রীতি দত্ত ও বিশ্বজিত্ দত্তের ধারাবাহিক ‘কথা হবে হিসেব করে’।

এই নাটকগুলোতে নিজের কোন চরিত্রটি আঁখির বেশি পছন্দ? “পেশাদার হতে গেলে অনেক কাজই করতে হয়।

অনেক সীমাবদ্ধতা থাকে। প্রিয় চরিত্র এখনো পাইনি। তবে ভালো লেগেছে শিহাব শাহিনের ‘অনামিকা’র লোপা চরিত্রটি, সালাউদ্দিন লাভলুর ‘মাই নেম ইজ ব্যাড’-এ হক সাহেবের বউ চরিত্রটি”—বললেন আঁখি।এমন কোনো চরিত্র আছে যার জন্য অপেক্ষা করে আছেন? আঁখি বলেন, “মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’র নন্দিনী করতে চাই। আর পর্দায় ‘শেষের কবিতা’র লাবণ্য। ”

চাটগাঁর মেয়ে। জন্ম ও বেড়ে ওঠা সেখানেই। এখন আছেন ঢাকায়। স্বামী-স্ত্রী দুজনের সংসার। স্বামী রাহাত কবির নাট্য পরিচালক। দুজন একই মাধ্যমে কাজ করেন। তাই পারস্পরিক সমঝোতাও নাকি বেশ ভালো। স্বামী পরিচালক হওয়ায় কাজের ক্ষেত্রেও নাকি বেশ সহযোগিতা পেয়ে থাকেন।

আঁখি খুব অস্থির চিত্তের। হুটহাট রেগে যাওয়ার স্বভাব। ছোটবেলায় খুব বাউণ্ডুলে ছিলেন। মাকে জ্বালাতন করেই সময় পার হতো। সে সময়টা খুব মিস করেন। আঁখি বলেন, ‘সকালে আমাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিতেন মা। বাসায় ফিরে আসতাম দুপুরে। আসার পর ঘরের প্রধান দরজায় তালা দেওয়া থাকত। দুপুরের পর মা ঘুমিয়ে গেলে তাঁর বালিশের নিচ থেকে চাবি নিয়ে তালা খুলে দে ছুট…। ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতাম, গাছে উঠে আম পাড়তাম। পরিবারে সবার ছোট ছিলাম। তাই একটু আদরে বড় হয়েছি। মা বকতেন, বাবা কখনো বকেননি। সন্ধ্যায় টিচার পড়াতে এলে সোফার নিচে লুকিয়ে থাকতাম। পরে টিচার বাদ দিয়ে মা নিজেই আমাকে পড়াতেন। ছোটবেলার এমন অনেক গল্পই আছে। ’

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন