অক্সিজেনের প্রেশারে রায়পুর হাসপাতালে সিলিন্ডার দুর্ঘটনা : ফায়ার সার্ভিস

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২১ ৮:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ইউনিটের পাশে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের কারণ প্রাথমিকভাবে জেনেছেন ফায়ার সার্ভিস।

গতকাল রবিবার সন্ধ্যায় রায়পুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নজরুল ইসলাম জানিয়েছেন, একটি সিলিন্ডারের অক্সিজেন শেষ হওযার পর আরেকটি সিলিন্ডার সংযোগ করার সময় অসাবধানতাবশত দুর্ঘটনাটি ঘটেছে। অক্সিজেনের প্রেসারের (গতি) কারণে এমনটি হতে পারে। তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়ায় কোন ক্ষয়ক্ষতি হয়নি।

এরআগে বুধবার (৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

হাসপাতাল সূত্র জানায়, করোনা ইউনিটের পাশে একটি কক্ষে থাকা অক্সিজেন সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরণ হয়। তাৎক্ষণিক রোগীরা হুড়োহুড়ি করতে থাকে। বেশ ধোঁয়াও ছড়িয়ে পড়ে চারদিকে।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বাহারুল আলম বলেন, সিলিন্ডার বিস্ফোরণে তাৎক্ষণিক আতঙ্ক সৃষ্টি হলেও কারও কোন ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিস কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন