শ্রমিকদের অধিকার আদায় করতে গিয়েই বঙ্গবন্ধুকে জেল খাটতে হয়েছে

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২০ ৬:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে শোকের মাস আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছেন নির্মাণ শ্রমিকরা।

সোমবার (১০ আগস্ট) বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জেলা নির্মাণ শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে তিন শতাধিক নির্মাণ শ্রমিক অংশ নেয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।

জেলা নির্মাণ শ্রমিক লীগের আহবায়ক জসিম উদ্দিন মাহমুদের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. নুরুল আমিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদ, যুগ্ম-আহবায়ক ইউছুফ পাটওয়ারী ও নির্মাণ শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক মাহফুজুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪ হাজার ৬৮২ দিন জেল খেটেছেন। বাংলার মানুষ ও শ্রমিকদের অধিকার আদায় করতে গিয়েই তাকে জেল খাটতে হয়েছে। বঙ্গবন্ধু কখনো নিজের ও পরিবারের কথা ভাবেননি। সবসময় বাঙ্গালি জাতির কল্যাণে কাজ করেছেন। তার নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু সেই নেতাকেই স্বাধীনতা বিরোধীরা স্বপরিবারে হত্যা করেছে। এটি বাঙ্গালি জাতির জন্য কলঙ্কিত অধ্যায়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন