মহসীন আলীর স্বরনে ‘অকুতোভয়’ প্রকাশ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০১৭ ২:২৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি, মোহনানিউজ : সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীকে নিয়ে স্মারক গ্রন্থ ‘অকুতোভয়’ প্রকাশিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (২২ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামস-উল- ইসলাম।
স্মারক গ্রন্থের সম্পাদক মোস্তাক চৌধুরীর সভাপতিত্বে ও  সাংবাদিক সৌমিত্র দেবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক ও আইনজীবী মুজিবুর রহমান মুজিব, সাবেক ব্রিটিশ কাউন্সিলর এম এ রহিম (সিআইপি), পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. গোলাম মোস্তফা, সাবেক কলেজ সংসদের ভিপি আব্দুল মালিক তরফদার সোয়েব, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম শেফুল, সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের আহবায়ক আবু তাহের, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, মহসীন আআলীর ভভ্রাতা নওশের আলী খোকন, কবি অশিত কুমার প্রমুখ।

স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সৈয়দ মহসীন আলীর জীবন ও কর্ম নিয়ে আলোকপাত করা হয়। এর আগে তার বিদেহী আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন